Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি/পরিবারবর্গকে সড়ক দুর্ঘটনা সংঘটনের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন www.brta.gov.bd এর ট্রাস্টি বোর্ড টুলবারে।


শিরোনাম
আগামী ০৩ নভেম্বর ২০২৪ হতে ১৪ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সিএডি ডেমোলিশন গ্রাউন্ড, শ্রীপুরে বিষয়োক্ত কার্যক্রম গ্রহন করার পরিকল্পনা করা হয়েছে। বর্ণিত তারিখে সকাল ০৭.০০ ঘটিকা হতে ১৮.০০ ঘটিকা পর্যন্ত বিষয়োক্ত ডেমোলিশন/বার্নিং কার্যক্রম পরিচালনা করা হবে। উক্ত
বিস্তারিত

বরাত ঘ এর নির্দেশনা মোতাবেক আগামী ০৩ নভেম্বর ২০২৪ হতে ১৪ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সিএডি ডেমোলিশন গ্রাউন্ড, শ্রীপুরে বিষয়োক্ত কার্যক্রম গ্রহন করার পরিকল্পনা করা হয়েছে। বর্ণিত তারিখে সকাল ০৭.০০ ঘটিকা হতে ১৮.০০ ঘটিকা পর্যন্ত বিষয়োক্ত ডেমোলিশন/বার্নিং কার্যক্রম পরিচালনা করা হবে। উক্ত কার্য চলাকালীন ডেমোলিশন গ্রাউন্ডের চারিদিকে ৪ কিলোমিটার পর্যন্ত এলাকায় মানুষ বা অন্য কোন প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ।


২। ডেমোলিশন গ্রাউন্ডের অবস্থান। ডেমোলিশন গ্রাউন্ড গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা মৌজা দক্ষিন বারতোপা ডাকঘর এলাকাস্থিত শিরিশগুড়ি গ্রামে অবস্থিত। এলাকাটি জয়দেবপুর চৌরাস্তা হতে ৩৫ কিলোমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পার্শ্বস্থিত মাওনা বাজারের ০৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত (ROUTE MAP & SATELLITE PICTURE সংযুক্ত)ঃ



বাংলাদেশ ম্যাপ সীট ৭৮ এল/৮।


মানচিত্র নং


গ্রীড সুত্র


বর্গ ৩৮৮১, ৩৯৮১, ৩৮৮২, ৩৯৮২ (24°11'32.5"N,


বিপজ্জনক এলাকা।


90°20′35 4"E) ডেমোলিশন গ্রাউন্ডের চর্তুদিকে ২ কিলোমিটার এবং উপরে ১০০০ মিটার পর্যন্ত।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
17/10/2024
আর্কাইভ তারিখ
30/11/2024