Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি/পরিবারবর্গকে সড়ক দুর্ঘটনা সংঘটনের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন www.brta.gov.bd এর ট্রাস্টি বোর্ড টুলবারে।


শিরোনাম
গণবিজ্ঞপ্তি এতদ্বারা জানানো যাচ্ছে যে, "ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে। ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ"
বিস্তারিত

গণবিজ্ঞপ্তি


এতদ্বারা জানানো যাচ্ছে যে, "ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে। ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ" শীর্ষক প্রকল্পের জন্য এলএ ০৩/২০২২-২০২৩ নম্বর কেসের মাধ্যমে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মুলাইদ, মাওনা, ধনুয়া, টেপিরবাড়ী, তেলীহাটি ও ধামলই মৌজার আর.এস বিভিন্ন দাগে প্রস্তাবিত ৮.১৬৯০ একর (কম/বেশি) ভূমি অধিগ্রহণের কার্যক্রম চলমান আছে। উক্ত এলএ কেসে এর ৪(১) ধারার নোটিশ জারীর পর অধিগ্রহণকৃত সম্পত্তির যৌথ তদন্তের তালিকা প্রস্তুত করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় অধিগ্রহণ শাখা-০১ এর ১০/১২/২০১৭ তারিখের ৩১.০০.০০০০,০৪২.০০১.১৪ (অংশ-১)-৪৫৪ নম্বর স্মারকে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭ এর বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশাবলীর ১২ নম্বর অনুচ্ছেদের আলোকে প্রস্তুতকৃত যৌথ তদন্তের তালিকায় লিপিবদ্ধ অবকাঠামো/ঘরবাড়ি অন্তর্ভুক্ত না হওয়ার বিরুদ্ধে ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে বিভাগীয় কমিশনার, ঢাকা মহোদয়ের নিকট আবেদন করা যাবে এবং জমির মালিকানা/স্বার্থ সংশ্লিষ্টতা সম্পর্কিত যৌথতদন্ত তালিকা প্রকাশিত বিষয়ে আপত্তি থাকলে জেলা প্রশাসক, গাজীপুর মহোদয়ের নিকট আপত্তি দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
18/11/2024
আর্কাইভ তারিখ
31/01/2025