গণবিজ্ঞপ্তি
এতদ্বারা জানানো যাচ্ছে যে, "ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে। ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ" শীর্ষক প্রকল্পের জন্য এলএ ০৩/২০২২-২০২৩ নম্বর কেসের মাধ্যমে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মুলাইদ, মাওনা, ধনুয়া, টেপিরবাড়ী, তেলীহাটি ও ধামলই মৌজার আর.এস বিভিন্ন দাগে প্রস্তাবিত ৮.১৬৯০ একর (কম/বেশি) ভূমি অধিগ্রহণের কার্যক্রম চলমান আছে। উক্ত এলএ কেসে এর ৪(১) ধারার নোটিশ জারীর পর অধিগ্রহণকৃত সম্পত্তির যৌথ তদন্তের তালিকা প্রস্তুত করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় অধিগ্রহণ শাখা-০১ এর ১০/১২/২০১৭ তারিখের ৩১.০০.০০০০,০৪২.০০১.১৪ (অংশ-১)-৪৫৪ নম্বর স্মারকে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭ এর বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশাবলীর ১২ নম্বর অনুচ্ছেদের আলোকে প্রস্তুতকৃত যৌথ তদন্তের তালিকায় লিপিবদ্ধ অবকাঠামো/ঘরবাড়ি অন্তর্ভুক্ত না হওয়ার বিরুদ্ধে ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে বিভাগীয় কমিশনার, ঢাকা মহোদয়ের নিকট আবেদন করা যাবে এবং জমির মালিকানা/স্বার্থ সংশ্লিষ্টতা সম্পর্কিত যৌথতদন্ত তালিকা প্রকাশিত বিষয়ে আপত্তি থাকলে জেলা প্রশাসক, গাজীপুর মহোদয়ের নিকট আপত্তি দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস