Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা মাওনা ইউনিয়নের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনী আগামী ৩০ জুন ২০২৪ তারিখ হতে ০৯ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত মাওনা ইউনিয়নের মাওনা, কাওরানবাজার, ও সিংদিঘী একলাস্থিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৪ ব্ল্যাংক এ্যামোনিশন ফায়ার পরিচালনা করবে। উক্ত প্রশিক্ষণ চলাকালীন(বিশেষতঃ রাতের বেলা) ব্ল্যাংক এ্যামোনিশন ফায়ারিং এর শব্দে স্থানীয় জনসাধারণ যাতে আতংকিত না হয় সে বিষয়ে এলাকার বসবাসকারী সকল জনসাধারণকে বিশেষভাবে সর্তক করা হলো।


কবরস্হান

মাওনা ইউনিয়নাধীন কোন সরকারী বা বে-সরকারী ভাবে স্থাপিত কোন কবর স্থান নেই। তবে প্রায় প্রতিটি পরিবারেরই- পারিবারিক কবরস্থান রয়েছে। বর্তমানে ০৬নং মাওনা  ইউনিয়ন পরিষদের সার্বিক প্রচেষ্ঠায় ভেরামতলী এলাকায়  সরকারী খাস জমিতে একটি কবরস্থান স্থাপিত হয়েছে। যেখানে অ্ত্র এলাকার যে কেহ চাইলে মৃতদেহ দাফন করতে পারবেন।