Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা মাওনা ইউনিয়নের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনী আগামী ৩০ জুন ২০২৪ তারিখ হতে ০৯ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত মাওনা ইউনিয়নের মাওনা, কাওরানবাজার, ও সিংদিঘী একলাস্থিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৪ ব্ল্যাংক এ্যামোনিশন ফায়ার পরিচালনা করবে। উক্ত প্রশিক্ষণ চলাকালীন(বিশেষতঃ রাতের বেলা) ব্ল্যাংক এ্যামোনিশন ফায়ারিং এর শব্দে স্থানীয় জনসাধারণ যাতে আতংকিত না হয় সে বিষয়ে এলাকার বসবাসকারী সকল জনসাধারণকে বিশেষভাবে সর্তক করা হলো।


মৃত্যু তথ্য প্রদানকারী কারা ?

মৃত ব্যক্তির পুত্র বা কন্যা বা অভিভাবক মৃত্যুর ৩০ দিনের মধ্যে মৃত্যু সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য দায়ী থাকবেন।
এছাড়া নিম্নবর্ণিত ব্যক্তিগণ কোন ব্যক্তির মৃত্যু নিবন্ধনের জন্য নিবন্ধকের নিকট তথ্য প্রেরণ করতে পারবেন:

  • ইউনিয়ন পরিষদের সদস্য, এবং সচিব;
  • গ্রাম পুলিশ;
  • সিটি কর্পোরেশন বা পৌরসভার কাউন্সিলর;
  • ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট এলাকায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও পরিবার কল্যাণকর্মী;
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেক্টরে নিয়োজিত বেসরকারী প্রতিষ্ঠানের (এনজিও) মাঠকর্মী;
  • কোন সরকারী বা বেসরকারী হাসপাতাল বা ক্লিনিক বা মাতৃসদন বা অন্য কোন প্রতিষ্ঠানে মৃত্যুবরণের ক্ষেত্রে উহার দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার অথবা ডাক্তার বা ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা;
  • কোন গোরস্থান বা শ্মশান ঘাটের তত্ত্বাবধায়ক;
  • নিবন্ধক কর্তৃক নিয়োজিত অন্য কোন কর্মকর্তা বা কর্মচারী;
  • জেলখানায় মৃত্যুর ক্ষেত্রে জেল সুপার বা জেলার বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি;
  • সাধারণ স্থানে (Public Place) পড়ে থাকা পরিচয়হীন মৃত ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা; এবং

নির্ধারিত অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান।