Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা মাওনা ইউনিয়নের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনী আগামী ৩০ জুন ২০২৪ তারিখ হতে ০৯ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত মাওনা ইউনিয়নের মাওনা, কাওরানবাজার, ও সিংদিঘী একলাস্থিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৪ ব্ল্যাংক এ্যামোনিশন ফায়ার পরিচালনা করবে। উক্ত প্রশিক্ষণ চলাকালীন(বিশেষতঃ রাতের বেলা) ব্ল্যাংক এ্যামোনিশন ফায়ারিং এর শব্দে স্থানীয় জনসাধারণ যাতে আতংকিত না হয় সে বিষয়ে এলাকার বসবাসকারী সকল জনসাধারণকে বিশেষভাবে সর্তক করা হলো।


প্রধান কার্যাবলী

এলজিইডি’র মূখ্য দায়িত্বাবলীঃ

 

·   পল্লী ও নগর অঞ্চলে অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা প্রনয়ণ, বাস্তবায়ন ও পরিবীক্ষন ;

·   পল্লী অবকাঠামো রক্ষাবেক্ষন ;

·   গ্রোথসেন্টার./হাটবাজার উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষন ;

·   ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভাকে কারিগরী সহায়তা প্রদান;

·   ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা প্লানবুক, ম্যাপিং ও সড়ক এবং সামাজিক অবকাঠামোর ডাটাবেজ প্রস্ত্ততকরণ;

·   ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিবীক্ষণ;

·   বিভিন্ন মন্ত্রণালয়ের অবকাঠামো উন্নয়ন কর্মসূচী  বাস্তবায়ন ও পরিবীক্ষণ;

·   জনপ্রতিনিধি, উপকারভোগী, ঠিকাদার, চুক্তিবদ্ধ শ্রমিকদলসমূহের সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকান্ডে প্রশিক্ষণ;

·   ডিজাইন ও অন্যান্য কারিগরী মডেল, ম্যানুয়েল ও স্পেসিফিকেশন প্রণয়ন;

·   এলজিইডি’র কর্মকর্তা/কর্মচারীদের  প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি;

 

এলজিইডির খাতওয়ারী প্রধান প্রধান কর্মকান্ডঃ

গ্রামীম অবকাঠামো

নগর অবকাঠামো

ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন

· সড়ক নির্মাণ/পূনঃ নির্মাণ/পূনর্বাসন

· ব্রীজ /কালভার্ট নির্মাণ/পূনঃ নির্মাণ

· গ্রোথ সেন্টার/ হাট বাজার উন্নয়ন

· ঘাট/জেটি নির্মাণ

·  ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ

· · ঘূর্ণিঝড়/বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ/ পূনঃনির্মাণ

· বৃক্ষরোপন কর্মসূচী

· ক্ষুদ্রঋণ কর্মসূচী

· কৃষি, মৎস্য ও পশুসম্পদ উন্নয়ন

· অবকাঠামো রক্ষণাবেক্ষণ

· সড়ক/ফুটপাত নির্মাণ/পূনঃ নির্মাণ

·  নর্দমা নির্মাণ/ পূনঃ নির্মাণ

· বাস/ট্রাক টার্মিনাল নির্মাণ

· বাজার উন্নয়ন

· টাউন সেন্টার নির্মাণ

· স্যানিটারী ল্যাট্রিন নির্মাণ

· টিউবওয়েল স্থাপন

· ক্ষুদ্রঋণ কর্মসূচী

· বর্জ্য ব্যবস্থাপনা

· বস্তি উন্নয়ন কার্য্যক্রম

· নগর পরিচালনা উন্নতিকরন

· দারিদ্র বিমোচন

· নগর প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি

· বাঁধ নির্মাণ

· স্লুইচ গেট নির্মাণ

· রাবার ড্যাম নির্মাণ

· খাল খনন ও পূনঃ খনন

· বন্যা নিয়ন্ত্রন,বাঁধ নির্মাণ/পূনঃ নির্মাণ

· স্থানীয় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিকে (পাবসস)বিভিন্ন কারিগরী ও জীবিকা  উন্নয়নে সহায়তা প্রদান