Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা মাওনা ইউনিয়ন সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩ নভেম্বর ২০২৪ হতে ১৪ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ০৭.০০ ঘটিকা হতে ১৮.০০ ঘটিকা পর্যন্ত বিষয়োক্ত ডেমোলিশন/বার্নিং কার্যক্রম পরিচালনা করা হবে উক্ত কার্য চলাকালীন ডেমোলিশন গ্রাউন্ডের চারিদিকে ৪ কিলোমিটার পর্যন্ত এলাকায় মানুষ বা অন্য কোন প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ।


সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি/পরিবারবর্গকে সড়ক দুর্ঘটনা সংঘটনের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন www.brta.gov.bd এর ট্রাস্টি বোর্ড টুলবারে।


শিরোনাম
দর্শনীয় স্থান
স্থান
মাওনা ইউনিয়ন
বিস্তারিত

মাওনা ইউনিয়নের উলেস্নখযোগ্য দর্শনীয় স্থান গুলি হল।

 

১। সি - গালঃ সি গাল মাওনা ইউনিয়নের অন্যতম একটি দর্শনীয় স্থান। এটি মাওনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থিত সিংগারদিঘী গ্রামে অবস্থিত। মাওনা ফুল বাড়ীয়া রাসত্মার কাওরান বাজার  থেকে সি গালের দূরত্ব মাত্র ২ কিলোমিটার। যাতায়াতের জন্য সব ধরণের যান বাহন ব্যবহার করা যাবে।

 

২। ফিস পার্কঃ মাওনা ইউনিয়নের অন্যতম আরেকটি দর্মনীয় স্থান ফিস পার্ক। এই দর্মনীয় স্থানটিও ৭ নং ওয়ার্ডস্থিত সিংগারদিঘী গ্রামে অবস্থিত।

 

৩। মানসুরাবাদ ঃ মাওনা ইউনিয়নের অন্যতম আরেকটি দর্শনীয় স্থান হল মানসুরাবাদ। মানসুরাবাদ মাওনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থিত শিমলাপাড়া গ্রামে অবস্থিত।

৪। বঙ্গবন্ধু সাফারী পার্ক মাওনা ইউনিয়নের একটি অন্যতম দর্শনীয় স্থান । এটি ৫ নাং ওয়ার্ডের ইন্দ্রপুর গ্রামে অবস্থিত ।